ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নওগাঁ-২ আসনে চতুর্থবারের মতো বিজয়ী নৌকা প্রার্থী শহীদুজ্জামান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার বিজয়ী হয়েছেন। আজ সোমবার রাত ৯টায় বেসরকারি ভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: গোলাম মওলা এ ফলাফল ঘোষণা করেন। শহীদুজ্জামান সরকার টানা চতুর্থবারের মতো এ আসন থেকে বিজয়ী হয়েছেন।
এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহন চলে।

নওগাঁ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসন থেকে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র থেকে ট্রাক প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম এবং ঈগল প্রতিকের প্রার্থী মেহেদী মাহমুদ রেজা।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। যেখানে ১২৪ টি কেন্দ্রে এবং ৭০৬ টি কক্ষে ভোট গ্রহণ হয়।
এ আসন থেকে লড়াই হয় নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার এবং স্বতন্ত্র থেকে মনোনিত ট্রাক প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম। ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।
এছাড়া জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট
এবং ঈগল প্রতিকের প্রার্থী মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: গোলাম মওলা বলেন- সর্বমোট প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৩ হাজার ৩৯১। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৮৩২ এবং বাতিলকৃত ভোট ৪ হাজার ৫৫৯। ৫৭ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক বার্ধ্যক জনিত কারণে মারা গেলে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ-২ আসনে চতুর্থবারের মতো বিজয়ী নৌকা প্রার্থী শহীদুজ্জামান

আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

ডেস্ক নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার বিজয়ী হয়েছেন। আজ সোমবার রাত ৯টায় বেসরকারি ভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: গোলাম মওলা এ ফলাফল ঘোষণা করেন। শহীদুজ্জামান সরকার টানা চতুর্থবারের মতো এ আসন থেকে বিজয়ী হয়েছেন।
এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহন চলে।

নওগাঁ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসন থেকে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র থেকে ট্রাক প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম এবং ঈগল প্রতিকের প্রার্থী মেহেদী মাহমুদ রেজা।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। যেখানে ১২৪ টি কেন্দ্রে এবং ৭০৬ টি কক্ষে ভোট গ্রহণ হয়।
এ আসন থেকে লড়াই হয় নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার এবং স্বতন্ত্র থেকে মনোনিত ট্রাক প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম। ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।
এছাড়া জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট
এবং ঈগল প্রতিকের প্রার্থী মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: গোলাম মওলা বলেন- সর্বমোট প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৩ হাজার ৩৯১। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৮৩২ এবং বাতিলকৃত ভোট ৪ হাজার ৫৫৯। ৫৭ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক বার্ধ্যক জনিত কারণে মারা গেলে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।