ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় : ০৫:০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নীস্নানে শুচি হোক ধরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোলাম মওলা।
শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেয় নানা বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ।। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়। পরে শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে।

অপরদিকে, জেলার বদলগাছীতে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী এম.কে.ডি ক্রীড়া চক্রে আয়োজনে মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রার নেতৃত্বদেন এম.কে.ডি ক্রীড়া চক্রের সভাপতি মজিদুল ইসলাম। শোভাযাত্রাটি মির্জাপুর ও খলশি বাজার ঘুরে স্কুলে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলার বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান হোসেন, মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক দুলাল আহমদ, এম.কে.ডি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি মজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা

আপডেট সময় : ০৫:০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

ডেস্ক নিউজ:

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নীস্নানে শুচি হোক ধরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোলাম মওলা।
শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেয় নানা বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ।। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়। পরে শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে।

অপরদিকে, জেলার বদলগাছীতে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী এম.কে.ডি ক্রীড়া চক্রে আয়োজনে মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রার নেতৃত্বদেন এম.কে.ডি ক্রীড়া চক্রের সভাপতি মজিদুল ইসলাম। শোভাযাত্রাটি মির্জাপুর ও খলশি বাজার ঘুরে স্কুলে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলার বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান হোসেন, মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক দুলাল আহমদ, এম.কে.ডি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি মজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।