ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা পেলো পরিবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

নওগাঁয় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির দেয়াল ফেটে যাওয়াসহ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

জানা যায়, নওগাঁ শহরের জেলা পরিষদ পার্কের সামনে দীর্ঘদিন ধরে চা বিক্রি করেন ছালাম নামে এক ব্যবসায়ী। পাশাপাশি তিনি গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ফুলানোর কাজ করতেন। পার্কের পাশেই এক ভাড়া বাড়িতে বসবাস করতেন। এছাড়া গ্যাস সিলিন্ডারটি বাসার পাশেই একটি দোকানে রাখতেন। এলাকার অনেকে তাকে নিষেধ করলেও সিলিন্ডারটি সেখানে রাখতেন তিনি। তার ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে ভাড়া দোকানসহ পাশের একটি বসতবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে।

গৃহবধূ লাইলা বলেন, আমার মেয়ের চিকিৎসার জন্য আগামীকাল ইন্ডিয়াতে যাবার কথা তাই,কাপড় গুছিয়ে সন্ধ্যা ছয়টার পরে আমি খাবার বানাতে রান্না করে যাই এমন সময় বিকট শব্দ পেয়ে চিৎকার করে বাহিরে দৌড়ে চলে আসি। কিছুক্ষণ পড়ে গিয়ে দেখি বাড়ির দেয়ার ফেটে গেছে, টিনের চাল উড়ে গেছে এবং পুরো বাড়িতে অন্ধকার হয়ে আছে।

বাড়ির মালিক আল-মামুন বলেন,পাশেই আমার কারখানা,আমি কারখানায় ছিলাম, প্রচন্ড শব্দ শুনে এসে দেখি পুরোটাই অন্ধকার। সবাই বাহিরে গিয়েছে, আমি ভেবেছিলাম চুলা নষ্ট হয়েছে। তারপর দেখি আশেপাশের দেয়াল ভেঙে গেছে ও টিনের চাল উড়ে গেছে । বিল্ডিং এর ব্যাপার ক্ষয়-ক্ষতি হয়েছে। গ্যাস বেলুন ব্যবসায়ী ছালামকে এর আগে অনেকবার বলেছি বাড়ির পাশে থেকে গ্যাস সিলিন্ডার সরাতে কিন্তু সে কোনোভাবেই সরায়নি।

আল মামুনের মেয়ে শাহাজাদি বলেন, শব্দ শুনে সবাই বাহিরে চলে যাই এবং আতংকিত হয়ে যাই সেই মূহুর্তে চারিদিকে অন্ধকার আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না।

কাজী মুকুল বলেন আমি সে সময় পাশেই শুয়ে ছিলাম হঠাৎ বিকট আওয়াজে পাশের দেয়াল থেকে ইট ও বালি বিছানার চারিদিকে ছিটিয়ে পড়ে ঘরে অন্ধকার নেমে আসে, দৌড়ে আসার মত পরিবেশ ছিলো না, কোনোমতে প্রাণ রক্ষা হলো আমাদের।

এ বিষয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ফুলানো ও চা বিক্রেতা ছালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা পেলো পরিবার

আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

ডেস্ক নিউজ:

নওগাঁয় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির দেয়াল ফেটে যাওয়াসহ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

জানা যায়, নওগাঁ শহরের জেলা পরিষদ পার্কের সামনে দীর্ঘদিন ধরে চা বিক্রি করেন ছালাম নামে এক ব্যবসায়ী। পাশাপাশি তিনি গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ফুলানোর কাজ করতেন। পার্কের পাশেই এক ভাড়া বাড়িতে বসবাস করতেন। এছাড়া গ্যাস সিলিন্ডারটি বাসার পাশেই একটি দোকানে রাখতেন। এলাকার অনেকে তাকে নিষেধ করলেও সিলিন্ডারটি সেখানে রাখতেন তিনি। তার ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে ভাড়া দোকানসহ পাশের একটি বসতবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে।

গৃহবধূ লাইলা বলেন, আমার মেয়ের চিকিৎসার জন্য আগামীকাল ইন্ডিয়াতে যাবার কথা তাই,কাপড় গুছিয়ে সন্ধ্যা ছয়টার পরে আমি খাবার বানাতে রান্না করে যাই এমন সময় বিকট শব্দ পেয়ে চিৎকার করে বাহিরে দৌড়ে চলে আসি। কিছুক্ষণ পড়ে গিয়ে দেখি বাড়ির দেয়ার ফেটে গেছে, টিনের চাল উড়ে গেছে এবং পুরো বাড়িতে অন্ধকার হয়ে আছে।

বাড়ির মালিক আল-মামুন বলেন,পাশেই আমার কারখানা,আমি কারখানায় ছিলাম, প্রচন্ড শব্দ শুনে এসে দেখি পুরোটাই অন্ধকার। সবাই বাহিরে গিয়েছে, আমি ভেবেছিলাম চুলা নষ্ট হয়েছে। তারপর দেখি আশেপাশের দেয়াল ভেঙে গেছে ও টিনের চাল উড়ে গেছে । বিল্ডিং এর ব্যাপার ক্ষয়-ক্ষতি হয়েছে। গ্যাস বেলুন ব্যবসায়ী ছালামকে এর আগে অনেকবার বলেছি বাড়ির পাশে থেকে গ্যাস সিলিন্ডার সরাতে কিন্তু সে কোনোভাবেই সরায়নি।

আল মামুনের মেয়ে শাহাজাদি বলেন, শব্দ শুনে সবাই বাহিরে চলে যাই এবং আতংকিত হয়ে যাই সেই মূহুর্তে চারিদিকে অন্ধকার আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না।

কাজী মুকুল বলেন আমি সে সময় পাশেই শুয়ে ছিলাম হঠাৎ বিকট আওয়াজে পাশের দেয়াল থেকে ইট ও বালি বিছানার চারিদিকে ছিটিয়ে পড়ে ঘরে অন্ধকার নেমে আসে, দৌড়ে আসার মত পরিবেশ ছিলো না, কোনোমতে প্রাণ রক্ষা হলো আমাদের।

এ বিষয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ফুলানো ও চা বিক্রেতা ছালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।